জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

সুমনের গান (নষ্ট সময়)


নষ্ট সময় একা একা লেখা কবিতা।
নষ্ট সময় একা একা নেওয়া নিশানা।
অক্ষর নিলে শব্দের বাঁক
ভাবিয়ে কবিতা তোমায় ভাবাক,
ভাবনায় খুঁজি অন্য যুগের ঠিকানা।
তোমারও ভাবনা দিগন্ত খুঁজে দূরে,
তোমারও ভাবনা সময়ের সীমানায়।
ঠিকানা হারিয়ে এই সমকাল
ছুঁয়েছে তোমার আমার সকাল,
যেমন হলুদ রোদ্দুর ছুঁয়ে যায়।
নষ্ট সময়ে আমিও নষ্ট হই।
দিনে দিনে শুধু অপচয় হয় সুর
অচেনা দিনের বিফল কথায়
প্রতি মুহূর্ত চলে যায়
তবুও ভাবনা কবিতায় ভরপুর।
তোমারও ভাবনা ডুবুরির মতো খুঁজে
অতল সাগরে গভীর নিরুদ্দেশ।
হয়তো কখনও আমরা দু’জন
খুঁজে পাবো সেই নীল নির্জন
দেখবো এই সময়ের শেষ।
অ্যালবাম : পাগলা সানাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন