জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

সুমনের গান (যদি ভাবো কিনছ আমায় ভুল ভেবেছ)


যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ,
কেনা যায় কণ্ঠ আমার দফা দফা
রুজি রোজগারের জন্য করছি রফা।
দু’হাতের আঙুলগুলো কিনতে পারো,
আপসেও নেই আপত্তি নেই আমারও।
আমাকে না আমার আপস কিনছো তুমি,
বলো কে জিতল তবে জন্মভুমি জন্মভুমি।
যদি ভাবো কিনছ আমায় ভুল ভেবেছ…
টাকাতেই চলছে সবার পাকস্থলী,
কেনা আর বেচা নিয়ে গেরস্থালি,
নীপাগারে রবীন্দ্রনাথ তেরেকেটে
বাজারের খাবার ঐ ঢুকছে পেটে
প্রতিবাদী কণ্ঠগুলো টাকার ব্যাপার,
প্রতিবাদ করতে গেলেও খাবার দাবার
সে তুমি শ্রমিক কিংবা তা ধিন ধা না
পেটে চাই খাবার নয়তো দিন চলে না দিন চলে না…
যদি ভাবো খাচ্ছো আমায় ভুল ভেবেছো,
খাওয়া যায় কণ্ঠ আমার দফা দফা
বদহজম হলেই কিন্তু দফা রফা
দুহাতের আঙুলগুলো খেতেও পারো,
আপসেও নেই আপত্তি নেই আমারও।
আমাকে না আমার আপস খাচ্ছো তুমি,
বলো কে জিতল তবে জন্মভুমি জন্মভুমি।
যদি ভাবো কিনছ আমায় ভুল ভেবেছ,
কেউ বেচে তার মেহনত হাতের পেশী
কেউ বেচে চুলের বাহার এলোকেশী,
কেউ বেচে প্রবন্ধ কোন পত্রিকাতে
আমি বেচি আমার কণ্ঠ তোমার হাতে
বেচি আমি আমার পদ্য সুরের ভাষা
বিরক্তি ঘেন্না এবং ভালোবাসা
আশাটাও পণ্য এখন বাজারদরে
বিকোতে পারলে টাকা আসবে ঘরে আসবে ঘরে…
বেচি দিন পাল্টে দেবার গানের জবান
কোনদিন হয়তো অন্য আর কোনো গান।
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
মানুষের জন্যে সুদিন আনবে কেড়ে
যদি ভাবো কিনছ আমায় ভুল ভেবেছ……

সুমনের গান (তোমায় ছাড়াই বাঁচবো আমি)


তোমায় ছাড়াই বাঁচবো আমি,যেমন বাঁচে মাতৃহারা
গিরগিটিটা কিলবিলিয়ে,
যেমন বাঁচে গাছের চারা।
তোমায় ছাড়াই বাঁচবো আমি, যেমন বাঁচে পাখির ছানা,
ক্ষিদে পাওয়ার কান্না কেঁদেও হয় সে দারুণ পোষ না মানা।
তোমায় ছাড়াই গান বাঁধা যায়
উচ্চারণে আমি একা,
এই তো আমার হাতের রেখায় আমি আমার ভাগ্য রেখা।
তোমায় ছাড়াই বাঁচবো আমি, যেমন বাঁচে ফেরার খুনে,
গুহার ভেতর নেকড়ে হয়ে সময় কাটায় প্রহর গুণে।
তোমায় ছাড়াই বাঁচবো আমি, যেমন বাঁচে মান অভিমান,
ভাঙ্গে তবু মচকায় না, ছোট্ট-খাট্টো একখানি গান।
তোমায় ছাড়াই বাঁচবো আমি, যেমন বাঁচে বাল্য স্মৃতি,
চৌরঙ্গীর আলোর ভিড়ে ছেলেবেলার পল্লীগীতি।
তোমায় ছাড়াই বাঁচবো আমি, যেমন বাঁচে তোমায় চাওয়া,
দূর আকাশের তারার চোখে আমার চোখের কান্না পাওয়া !

সুমনের গান (নষ্ট সময়)


নষ্ট সময় একা একা লেখা কবিতা।
নষ্ট সময় একা একা নেওয়া নিশানা।
অক্ষর নিলে শব্দের বাঁক
ভাবিয়ে কবিতা তোমায় ভাবাক,
ভাবনায় খুঁজি অন্য যুগের ঠিকানা।
তোমারও ভাবনা দিগন্ত খুঁজে দূরে,
তোমারও ভাবনা সময়ের সীমানায়।
ঠিকানা হারিয়ে এই সমকাল
ছুঁয়েছে তোমার আমার সকাল,
যেমন হলুদ রোদ্দুর ছুঁয়ে যায়।
নষ্ট সময়ে আমিও নষ্ট হই।
দিনে দিনে শুধু অপচয় হয় সুর
অচেনা দিনের বিফল কথায়
প্রতি মুহূর্ত চলে যায়
তবুও ভাবনা কবিতায় ভরপুর।
তোমারও ভাবনা ডুবুরির মতো খুঁজে
অতল সাগরে গভীর নিরুদ্দেশ।
হয়তো কখনও আমরা দু’জন
খুঁজে পাবো সেই নীল নির্জন
দেখবো এই সময়ের শেষ।
অ্যালবাম : পাগলা সানাই

সুমনের গান (ক্যাকটাস তুমি কেঁদো না)


ক্যাকটাস তুমি কেঁদো না,
যীশুর মুকুটে কাঁটা
ছিল! তবুও তাঁর রক্তে
ভেসেছে জোয়ার-ভাটা।
পাথর তুমি কেঁদো না
তথাগত তিনি স্থাণু
তার ধ্যানস্থ রক্তে
চরাচর নতজানু।
আকাশ তুমি কেঁদো না
তোমারি মতো ফাঁকা
অনেকের বুকে কাঁদছে
বিবর্ণ বেঁচে থাকা।
ইতিহাস তুমি কেঁদো না
পরিবর্তন আসে
চিরক্লান্তির ভাবনা
তোমাকেই ভালোবেসে।
বন্ধু তুমি কেঁদো না
আমারও কান্না আছে
কাঁদি না তোমারই জন্য
তুমি ভেসে যাও পাছে।
অ্যালবাম : গানওয়ালা